Nokia’s revival of old legends


বাজারে সহজলভ্য নোকিয়ার সবচেয়ে ভালো ফোনগুলোর একটি Nokia3310. কিন্তু আপনি কি জানেন যে ছবিতে সাদাকালো ছোট স্ক্রিনের ফোনটা দেখছেন ওটার নামও Nokia3310, যেটা 2000 সালে রিলিজ পায় । ফোনটি এতই জনপ্রিয়তা পায় যে একে আজও Nokia এর icon বলা হয় । এই old iconic ফোনের আদলেই তৈরি হয়েছে আমাদের আজকের পরিচিত Nokia3310, যেটা 2017 তে বের হয় । এর স্লোগান ছিল the icon is back, অর্থাত্‍ নোকিয়ার icon (2000 এর ঐ ফেমাস ফোনটা) ফিরে এসেছে । এবং আজকের স্মার্টফোনের যুগে এই ফোনটা রীতিমত সাড়া জাগানো ছিল । বাজারে 3310(2017) ব্যবসায়িকভাবে সফল হয়, যদিও 2000 সালেরটার ধারের কাছেও না তবুও এই যুগে এটাই অনেক । এছাড়া এটি critics দের কাছ থেকে positive প্রতিক্রিয়া লাভ করেছে । এটা প্রমাণ করে যে 2018 তেও জাভা ফোন এর কদর একেবারে শেষ হয়ে যায়নি । এর পর আরেকটি লেজেন্ড ফোন Nokia8110. এটি ১৯৯৬ সালের ফোন । তখনকার আমলের একটা কিংবদন্তী । এটিও নোকিয়া গত বছর রিলিজ দেয় । নাম Nokia8110 4G.

একনজরে Nokia8110:
Nokia8110(old)

Nokia 8110 4G

ভবিষ্যতেও হয়ত আরো এরকম সেট আসবে । Android এর সাথে এরকম ফোন secondery set হিসেবে ব্যবহারের একদম উপযুক্ত ।

[i] Thanks for reading [/i]

Lord Shohan Stark

Author: Lord Shohan Stark

I am the Lord of Winter and Darkness!!! I am the King in the North!!!

Leave a Reply