কাল tipsbd থেকে first payment পাইছি। এডমিন ভাই বলেছিল যে technology নিয়ে post করতে তাই আজকে এই post করছি।
বিশ্বের ক্ষুদ্রতম কম্পিউটার
আয়তন চালের একটা দানার থেকেও ছোটো।
মাত্র ০.৩ মিলিমিটার মাপের। দেখে বোঝার উপায় নেই যে সেটি আসলে একটি কম্পিউটার। শুনতে অবাক লাগলেও এটাই বিশ্বের সবথেকে ছোটো কম্পিউটার। ০.৩ মিলিমিটার সাইজ়ের এই কম্পিউটার বানিয়েছেন মিচিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
[color=blue]
এর নাম দেওয়া হয়েছে মিচিগান মাইক্রো মোট।[/color]
এক সংবাদ সংস্থার রিপোর্টে জানা গেছে, আমরা সাধারণত যে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি এটা তার থেকে আলাদা। পাওয়ার ব্যাক-আপ থাকুক বা না থাকুক ডেটা এবং প্রোগ্রাম ডেস্কটপে হার্ডড্রাইভে স্টোর থাকে।
কিন্তু এই মাইক্রোডিভাইস সুইচ অফ করলেই তার সব ডেটা এবং প্রোগ্রাম হারিয়ে ফেলে অর্থাৎ এটি কাজ করে অনেকটা RAM-এর মতো।
ইলেক্ট্রিকাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ডেভিড ব্লও এই ডিভাইসের ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছেন। একটা ডিভাইসকে কম্পিউটার বলার জন্য আগে দেখে নিয়ে হয় সেটি ন্যূনতম কিছু কাজ করতে পারছে কি না। এই ডিভাইস যদি সেই কাজগুলি করতে পারে, তবেই আবিষ্কৃত ডিভাইসটি কম্পিউটার কি না, সেই বিষয়ে চূড়ান্ত মতামত দেওয়া সম্ভব।”