

2 years ago (24 April-2019) | 635 Views |
বসন্তকে নিয়ে আমার লেখা ছোট্ট ১টি কবিতা[৺বসন্ত এলে৺]সকলের কাছে কবিতাটি পড়ার অনুরোধ রইলো, আশা করি সকলের ভালো লাগবে
Category: Motivational Post Tags: tipsbd, কবিতা, ছড়া, বসন্ত by Zihad
আজ মনটা অনেক ভালো।মনটা ফুরফুরে লাগতেছে।
টিপসবিডি এমন ১টি সাইট যেখানে আপনারা ইন্টারনেট বিষয়ে সকল আপডেট টিপস পাবেন এবং তার সাথে মন ভালো রাখার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নানা ধরনের কবিতা,
তাই বসে পরলাম ১টি কবিতা শেয়ার করার জন্য।
আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
[h1][color=green]বসন্ত এলে৺ [/color][/h1]
[color=blue]লেখকঃ মোঃ জিহাদ হাসান[/color]
[color=red]বসন্ত এলে এ দেশের বনে
পাখিরা গায়,ফুলেরা হাসে
ফুলের শোভায় ব্যাকুল ভ্রমর
ডানা মেলে ছুটে আসে
বসন্ত এলে এ দেশের মাঠে
সবুজ ফসল দোলে
রঙ্গিন ঘুড়ি উড়ায় কিশোর
নীল আকাশের কোলে
বসন্ত এলে এ দেশের তরু
নতুন পাতার সাজে
রোদিলা প্রহরে বাগানে বাগানে
ঝি ঝির কন্ঠ বাজে[/color]
যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দিবেন।
আশা করি সকলের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবস্যই কমেন্ট জানাবেন।
তাহলে লেখার জন্য আরো আগ্রহি হবো।
আমার কবিতাটি পরার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।
এরকম আরো নতুন কিছু পেতে টিপসবিডির সাথেই থাকুন।
Nice.
Thank you so much @Shaon vaiya………
Good
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ @Alamgir ভাই।
✌✌