হ্যালো বন্ধুরা, এ আপনাদের স্বাগতম !
আমরা অনেকেই জাভা মোবাইল ব্যাবহার করার কারনে সব
সময় ভাবি “ইস আমারও যদি একটা এনড্রেট ফোন থাকত! তাহলে কত কিছুই না
করতে পারতাম!”
।আসলে এটা ভুল ধারণা।কেননা, আমরা ভাবি জাভা ফোনে শুধু গেম খেলা আর কিছু সাধারণ এ্যাপস
এর কাজ ছাড়া আর কিছুই করা যায়না।
কিন্তু জানেন কি? এটা দিয়ে অনেক
শক্তিশালী কাজও করা সম্ভব।
তো, যাই হোক।আজ আমি আপনাদের
একটা জাভা এ্যাপস এর কথা বলব।
যেটির নাম: google Maps
নিশ্চই নাম শুনে বুঝতে পেরেছেন এটা গুগল ম্যাপ।
অবশ্যই। এটি ঠিক এনড্রেট ফোনের মতোই একটি জাভা এ্যাপ।
বাংলাদেশের যেকোনো জায়গা এই ম্যাপে দেখা যাবে।আপনি চাইলে আপনার নিজ এলাকাও এই ম্যাপে
দেখে নিতে পারেন!
তাই আর দেরি কেন বন্ধু?
🙂
এখনি ডাউনলোড করে নিন
এনড্রয়েট ফোনের মতো একটি জাভা এ্যাপ।
*ধন্যবাদ।*