

11 months ago (18 January-2019) | 469 Views |
[GAME REVIEW] জাভার জন্য নিন অসাধারণ একটি অ্যাকশন গেমস মিশন ইমপসিবল ৩
Category: Java Mobile by Ashrafuzzaman Ashik
Name: Mission Impossible III
আজকে যে গেমস নিয়ে রিভিউ,তা একটি বিখ্যাত হলিউড মুভির উপর নির্মিত।মুভিটির নাম হচ্ছে মিশন ইমপসিবল ৩।এতে প্রধান চরিত্রে অভিনয় করেন টম ক্রুজ।মুভিতে তিনি একজন আইএমএফ এজেন্ট এবং তার চরিত্রের নাম থাকে ইথান হান্ট। মুভির মত গেমসে আপনার চরিত্রের নাম থাকবে ইথান হান্ট।
Plot:
গেমসটিতে আপনার প্রথম মিশন শুরু হবে বার্লিন থেকে।সেখানে একটা মিশনে গিয়ে একজন এজেন্ট ধরা পড়েছে।আপনার মিশন হবে তাকে উদ্ধার করা।তারপরের মিশনে আপনাকে যেতে হবে ভ্যাটিক্যান সিটিতে।এরকম আরো কয়েকটি মিশন রয়েছে গেমসটিতে।গেমসটিতে মোট আটটি লেভেল আছে।মিশন গুলোতে আপনার কাজ হবে শুধু প্রতিপক্ষকে মেরে এগিয়ে যাওয়া।
Game Control:
গেমসটি কন্টোল করা খুবই সহজ।তাই সেটা নিয়ে বলার কিছু নেই।তবে গেমসটিতে ডিরেক্ট গুলি করার বাইরেও কয়েক ধরণের অ্যাকশন মুভ রয়েছে।মুভির মত এখানেও সার্ভার অথবা কম্পিউটার হ্যাক জাতীয় কিছু আছে।সেগুলোর সমাধান করতে হবে পাজল টাইপ কিছু সিস্টেমের মাধ্যমে।
নিচে গেমসটির কিছু স্ক্রিনসট দেয়া হল:
>>Download Link: 240x320px