

12 months ago (28 December-2018) | 648 Views |
বাটন ফোনে ফেইজবুক মেসেজে রিএক্ট করুন
Category: Facebook Tricks by TipsBD Official
হ্যালো বন্ধুরা ,সবাই কেমন আছেন ?
> আশা করি ভাল আছেন।
**আজ কালকার আধুনিক যুগ হওয়া সত্তেও আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন কারণে বাটন ফোন দিয়ে ফেইজবুক চালাই বা ব্যাবহার করি।
আর সেই ফোন দিয়ে কখনো কখনো কারো সাথে মেসেজ করতে গিয়ে রিএক্ট করার অত্যন্ত প্রয়োজন হয়।কিন্তু বাটন ফোনে রিএক্ট করার জন্য যেতে হয় স্টিকার স্টোরে।যা করতে প্রয়োজন হয় অনেক সময়ের।আবার স্টিকার স্টোর থেকে রিএক্ট করতে না করতেই মেসেজ চলে আসে আরেকটা।তখন অর্থটা অন্য হয়ে দাড়ায়।আর বন্ধুদেরর মধ্যে সেই মেসেজ বুঝতে পারাটাও অনেক কঠিন হয়ে যায়।
তাই আজ আমি আপনাদের যে বিষয়টি সম্পর্কে বলছি তা হলো বাটন ফোনের মাধ্যমে ফেইজবুক মেসেজে রিএক্ট করার জন্য কিছু কোড :
1/:)
2/:'(
3/:D
4/8)
5/:*
6/<3 ইত্যাদি।
এ সব কোডের মাধ্যমে বাটন ফোন ব্যবহার করে খুব তাড়াতাড়ি এবং সহজেই ফেইজবুকে মেসেজ দেওয়ার সময় রিএক্ট করা যায়।যেগুলো ব্যাবহার করে সময়, পরিশ্রম এবং মেসেজের সুন্দর্য উভয়ই বাড়ানো সম্ভব!!!
উপরে দেওয়া কোড গুলি ছাড়াও আরো অনেক আকর্ষণীয় কোড রয়েছে।যদি কেউ জানতে চান, তাহলে আমাকে কমান্ট করে জানাতে পারেন।
***ধন্যবাদ***
সব কোড গুলা দিন।ভাই