

4 months ago (12 November-2020) | 191 Views |
top affiliate websites list 2021|জেনে নিন বেস্ট এফিলিয়েট ওয়েবসাইট
Category: Blogging Tags: top 10 affiliate website 2021, top 20 affiliate website 2020, top affiliate websites list, বেস্ট এফিলিয়েট ওয়েবসাইট by Boss
top affiliate websites list 2021 all over the world. আজ শেয়ার করবো কিভাবে আপনি কিভাবে এফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে ইনকাম করবেন।
অনেক প্রচেষ্টা পরে একটি ব্লগ সফল করতে লাগে। আপনার অনেক চেষ্টার ফলে আপনি একটি ব্লগ টপ রাঙ্ক এ আনতে পারেন।
তবে প্রশ্নটি বেশিরভাগ ব্লগার করে থাকে : “আমি কোথা থেকে শুরু করব?”
এটি উত্তর দেওয়া বেশ কঠিন প্রশ্ন। এটির জন্য অনেকগুলি সঠিক এবং ভুল উত্তরও রয়েছে। আপনার ব্লগ কোয়ালিটি , ট্র্যাফিক, ইত্যাদি উপর নির্ভর করে। আজ আমি আপনাদের এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাক –
আসুন জানি, এফিলিয়েট মার্কেটিং কি ?
আপনি কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করবেন, আর মার্কেটিং এর মাধ্যমে কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল হলে, সে কোম্পানি আপনাকে একটা সেলস কমিশন দিবে এটাকে মূলত এফিলিয়েট মার্কেটিং বলে। এক কথায়, কোনো কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট সেল করে কমিশন নেয়ার মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং।
কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন?
এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমে কোন কোম্পানির এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে হবে। যেমন, আপনি ফিজিক্যাল প্রোডাক্টগুলোর এফিলিয়েট করতে চান। আর ফিজিক্যাল প্রোডাক্টের জন্য সব থেকে ভাল হল অ্যামাজন, আলিএক্সপ্রেস, আলিবাবা সাইট সমূহ। এবার আপনি এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার পর, আপনাকে ঠিক করতে হবে আপনি কোন নিস নিয়ে কাজ করবেন। আপনার নিসের উপর নিয়মিত কনটেন্ট পাবলিশ করতে হবে এবং কনটেন্ট এর এফিলিয়াতে লিংক টা দিবেন। আপনার প্রদানকৃত লিংক থেকে কেউ প্রোডাক্ট কিনলে আপনি কমিশন পাবেন।
সাইট বানাতে কত টাকা লাগবে?
এই জিনিসটা আসলে এভাবে বলা যায় না। প্রথমেই আপনাকে ডোমেইন আর হোস্টিং কেনা লাগবে। যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো মার্কেটপ্লেস থেকে কিনেন, তবে ডোমেইন এর জন্য মোটামোটি ১০ ডলার লাগবে, আর হোস্টিং এর জন্য আনুমানিক ১৫-৫০ ডলার। এইটা নির্ভর করবে আপনি কোন প্যাকেজ নিবেন।
আর বাংলাদেশী ও ভালো ভালো ডোমেইন এন্ড হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে। বাংলাদেশি কোনো হোস্টিং প্রভাইডারের কাছ থেকে নিলে, ডোমেইন এর জন্য খরচ পরতে পারে ৩০০-১০০০ টাকার মতো আর হোস্টিং এর জন্য আনুমানিক ২০০০ টাকা। এই দামগুলো হেরফের হবে আপনি কোন প্যাকেজ নিচ্ছেন, কোন কোম্পানি থেকে নিচ্ছেন এসবের উপর। আমি আপনাকে শুধু একটা ধারনা দিলাম। আপনি চাইলে গুগল করে আরো ভালো ভাবে জেনে নিতে পারেন।

top affiliate websites list
Best technology websites list 2020 in Bangla | প্রযুক্তি ওয়েবসাইট 2020 list
How to safe online yourself let’s know click here
নগদ অ্যাপ থেকে রেফার করে প্রতিদিন 1000 টাকা আয় করুন
আসুন, শীর্ষ এফিলিয়েট ওয়েবসাইট সম্পর্কে জানি, এইসব এফিলিয়েট প্রোগ্রাম থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
1 . Amazon
Amazon আমার প্রিয় একটি এফিলিয়েট ওয়েবসাইট, এবং আমি নিশ্চিত যে প্রচুর পরিমাণে এফিলিয়েট মার্কেটার আপনাকে একই কথা বলবে।
এটি প্রায় দীর্ঘকাল ধরে রয়েছে, এটি সর্বাধিক কমিশন প্রদানকারী ওয়েবসাইট এর মধ্যে একটি।
2- Aliexpress
ইলেক্ট্রনিক্স, গ্যাজেট এবং ভোক্তা সামগ্রীর জন্য Aliexpress ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় এফিলিয়েট ওয়েবসাইট।
3. bluehost
bluehost অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওয়েব হোস্টিং স্পেসে সুপার জনপ্রিয়। তাদের প্ল্যান গুলি $ 2.95 / মাস এবং বসরে $ 65 + শুরু হওয়ার সাথে, ব্যয় বাধা কম, এবং কমিশনগুলি বেশি।এ কারণে, এফিলিয়েট ব্লগারদের জন্য অনলাইনে ইনকাম এর বেস্ট ওয়েবসাইট।
4.Cloudways
Cloudways ওয়েব হোস্টিং এফিলিয়েট প্রোগ্রামটি উচ্চ অর্থ প্রদান, দীর্ঘ পুনরাবৃত্তির কমিশন প্রদান করে থাকে। আপনি চাইলে এই ওয়েবসাইট এর এফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করতে পারেন।
5. ExpressVPN
২০০৯ সালে প্রতিষ্ঠিত, ExpressVPN ব্যবহারকারীরা অনলাইনে তাদের গোপনীয়তা রক্ষার জন্য সর্বাধিক জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে একটি। ExpressVPN ও ভালো কমিশন প্রদান করে থাকে।
6. Wix
Wix হলো ১০০ মিলিয়ন ব্যবহারকারী সহ একটি উচ্চ মানের ওয়েবসাইট নির্মাতা। Wix খুব ভালো কমিশন প্রদান করে থাকে এবং আপনি চাইলে এই ওয়েবসাইটে ডিজিটাল প্রোডাক্ট সেলএর মাধ্যমে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন।
6.Shopify
Shopify হ’ল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইকমার্স ওয়েবসাইট নির্মাতা এবং ভালো মানের কমিশন প্রদানকারী ওয়েবসাইট।
বিভিন্ন দেশের টপ ক্লাস ব্লগাররা shopify এর এফিলিয়েট করে থাকে।
More top affiliate websites list 2021
7. ClickMeter
8. AliDropShip
9. Weebly
10. RefferalCandy
11. Sellfy
12. Moosend
13. AmoCRM
14. SEMrush
15. Aweber
16. ConvertKit
17. NinjaOutreach
18. SpyFu
19. TripAdvisor
20. Hotels.com
21. Travelpayouts
22. TransUnion
23. Bodybuilding.com
24. Life Fitness
25. JNCO Jeans
আরো অনেক ভালো ভালো এফিলিয়েট প্রোগ্রাম আছে, যেখানে আপনি জয়েন করে আপনার সাইট সার্চ ইঞ্জিন এ র্যাংক করে ভালো ইনকাম করতে পারেন। যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তো সরাসরি সাইটে ব্লগ কমেন্ট সেকশনে করবেন, আমি ইনশাল্লাহ যত দ্রুত পারি উত্তর দিবো।
Tag Cloud:
top affiliate websites list
বেস্ট এফিলিয়েট ওয়েবসাইট
top 20 affiliate website 2020
top 10 affiliate website 2021
Amazon affiliate program
AliExpress affiliate program