

2 years ago (10 November-2018) | 912 Views |
আপনার Samsung মোবাইল টা আসল না নকল জেনেনিন খুব সহজে।
Category: Android Tips Tags: real Samsung Mobile, samsung Mobile, samsung mobile real na duplicate, আসল স্যামসাং মাোবাইল. by Boss
আসসালামু আলাইকুম
হে বন্ধুরা সবাই আশা করি অনেক ভাল আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ।
আচ্ছা আার কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের tips।
এটি জানার জন্যে আপনি প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে যান। আর ডায়াল করুন *#0*# । আর *#0*# ডায়াল করার সাথে সাথেই এই রকম দেখতে পাবেন।
আর আপনি sensor option টি তে যান।
sensor option টি তে যাওয়ার পর আপনি এই রকম দেখতে পাবেন।
আর আপনি আপনার মোবাইলের উপর আপনার হাত নড়াচড়া করুন। আপনার মোবাইল যদি Real Samsung company ইর হয়, তাহলে মোবাইলে vibration হবে। আর এই রকম কালার হবে।
। আপনার মোবাইল টি যদি really Samsung থাকে তাহলে অবশ্যই এই রকম হবে।৷
আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আপনারা সবাই ভাল থাকুন, আর tipsbd এর সাথেই থাকুন।