

9 months ago (9 March-2019) | 544 Views |
কম্পিউটার ছাড়া এন্ড্রয়েড মোবাইলে Orginal Firmware ফ্লাস করার সহজ পদ্ধতি।
Category: Android Flash and Recover Tags: How to flash adroid without pc or computer, কম্পিউটার ছাড়া এন্ড্রয়েড মোবাইলে Orginal Firmware ফ্লাস করার সহজ পদ্ধতি। by Alamgir
টিপসবিডি তে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন।
টিপসবিডি বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক প্রথম সারির সাইটগুলোর মধ্যে অন্যতম একটি সাইট। আপনি নিয়মিত এখানে ভিসিট করলে প্রযুক্তির সব আপডেট ও নিত্য নতুন বিষয় জানতে পারবেন।
আজ আপনি শিখতে পারবেন কিভাবে কম্পিউটার ছাড়া আপনার এন্ড্রয়েড মোবাইল টি অরিজিনাল ফার্মওয়ার দ্বারা ফ্লাস করবেন। এটা কিন্তুু Custom Rom ফ্লাস দেয়ার কথা বলছিনা।
আমরা যারা মোবাইলে Custom Rom ইনস্টল করি তারা অনেকেই স্টক রোমের ব্যাকআপ রাখিনা অথবা রাখলেও অনেক সময় ভূলে ডিলিট করে ফেলি। ব্যাকআপ না থাকলে কিন্তুু তখন দোকানে গিয়ে টাকা দিয়ে ফ্লাস করে আনতে হয় নয়তো কম্পিউটার দ্বারা ফ্লাস করতে হয় কিন্তুু কম্পিউটার সবার কাছে থাকেনা।
এখন সেই কাজটাই আমরা মোবাইল দিয়েই করবো। এর জন্য কোন ধরনের কাস্টম রিকভারিও দরকার নেই। তবে আপনার ফোনটা কিন্তু রুট করা থাকতেই হবে। হ্যা আপনার ফোনতো রুট করা আছেই যেহেতু কাস্টম রুম দিয়েছেন।
যা যা লাগবে ::
1. Rooted Phone
2. Flashfire App
3. Bettery Charge 50% Minimum
4. আপনার মোবাইল মডেল অনুযায়ী Orginal Firmware ফাইল গুগল থেকে ডাউনলোড করে নিবেন। ফাইল টি ১ থেকে ২ জিবি হবে।
কার্য পদ্ধতি
## আপনে গুগল থেকে যে জিপ ফাইল ডাউনলোড করেছেন সেটা Extract করলে আরেকটি জিপ ফাইল পাবেন সেটাই আপনার Firmware ফাইল। এটা অবশ্যই এক্সটারনাল মেমরিতে রাখবেন।
[img id=5950]
## Flashfire App টি ইনস্টল করে ওপেন করুন। রুট পারমিশন চাইবে Grant করে দিন। এখন স্কিনশট এর মত কাজ করুন।
[img id=5951]
[img id=5952]
[img id=5953]
## নিচের মত আসলে + আইকনে ক্লিক করুন
[img id=5954]
## এখন এখান থেকে অবশ্যই Firmware Flash Packege সিলেক্ট করুন।৷ এটার নিচে দেখুন Flash Zip & Ota লেখা আছে ভূলেও যেন এটা সিলেক্ট না করেন কারন ওটা দ্বারা কাস্টম রুম ফ্লাস করা হয়
[img id=5955]
## এবার আপনাকে মেমরি দেখাবে সেখান থেকে ফার্মওয়ার জিপ ফাইলটি সিলেক্ট করবেন।
[img id=5956]
[img id=5957]
## জিপ ফাইল সিলেক্ট করার সাথে সাথে স্ক্যানিং শুরু হবে ১০০% হওয়া পযন্ত অপেক্ষা করুন। তারপর একটি পার্টিশন মেনু আসবে সেখানে আপনে কিছুই করবেন না। রাইট মার্কে ক্লিক করে এগিয়ে যাবেন।
[img id=5963]
[img id=5964]
## এবার নিচের মত Process Cache এ ক্লিক করে চিত্রের মত ৩ টা অপশনে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেয়ার পর উপরে ডানদিকে রাইট মার্কে ক্লিক করুন।
[img id=5965]
[img id=5966]
## এখন ফ্লাস বাটনে ক্লিক করুন। কাজ শেষ।।।।।
[img id=5967]
এবার ফ্লাস শেষ হওয়া পযন্ত অপেক্ষা করুন। এর মাঝে ফোন ২ বার করে অফ অন হবে। আপনে কোন বাটনেই চাপ দিবেন না। ২০/২৫ মিনিট পরে ফ্লাস শেষ হলে স্বাভাবিক ভাবে চালু হবে।
এই পোস্ট বাংলাদেশের আর কোন সাইটেই নেই। তাই কার্টেসিবিহীন কপি করে নিচু মানুষিকতার পরিচয় দিবেন না।
এরকম পোস্ট পেতে নিয়মিত টিপসবিডি তে ভিসিট করুন আর সাইটটি বন্ধু দের সাথে শেয়ার করুন।
[youtube=https://m.youtube.com/watch?v=EKfMDyvWtvI]
Good post…
Okey tnx. Next post e ai app ta diye edit korbo pic
https://apkpure.com/screenshot-utility/studio.rubix.screenshot.utility
এটা ইউজ করলে স্ক্রিনশট ভালোভাবে এডিট করতে পারবেন।
Good post
nice post vai amar jonno akta post korben plz post ta hosse nokia symbian e63 bangla font kivabe install kore
nice
I need help, please send a Facebook link